প্রশ্ন: গোপালগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ১৯৮৪ সালে।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার সীমানা কি?
উ: গোপালগঞ্জ জেলার সীমানা:
✅ উত্তরে: ফরিদপুর
✅ দক্ষিণে: বরিশাল ও পিরোজপুর
✅ পূর্বে: বরিশাল ও মাদারীপুর
✅ পশ্চিমে: বাগেরহাট ও নড়াইল জেলা
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার আয়তন কত?
উঃ ১৪৮৯.৯২ বর্গ কিঃমিঃ।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উঃ স্পন্দিত গোপালগঞ্জ।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার গ্রাম কতটি?
উঃ ৮৮০টি।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উঃ ৬৮টি।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উঃ ৫টি। গোপালগঞ্জ সদর, মকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া ও কাশিয়ানী।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার পৌরসভা কতটি?
উঃ ৪টি। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মকসুদপুর, টুঙ্গীপাড়া।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উঃ পাট, ওষুধ।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার নদ-নদী কি কি?
উঃ মধুমতি, কুমার নদী।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার, দীঘলিয়া দক্ষিণা কালীবাড়ি, কোর্ট মসজিদ, কোটালিপাড়া, চন্দ্রাভর্মা ফোর্ট, ধর্মরায়ের বাড়ি।
প্রশ্ন: গোপালগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অবিস্মরণীয় রাজনীতিবিদ, জাতির জনক সাবেক রাষ্ট্রপতি), নরেন বিশ্বাস (ভাষাবিদ, শিক্ষাবিদ), শেখ ফজলুল হক মনি (রাজনীতিবিদ), রমেশ চন্দ্র মজুমদার (শিক্ষাবিদ, ঐতিহাসিক), বুদ্ধদেব ভট্টাচার্য (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী), সুকান্ত ভট্টাচার্য (কবি), শেখ হাসিনা (রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী), কাজী দীন মোহাম্মদ (চিকিৎসক, শিক্ষাবিদ), তারাপদ চক্রবর্তী (সাহিত্যিক)।